Wednesday, 30 November 2016

‘‘শীত বস্ত্র বিতরন-২০১৭’’ ভালোবাসার কুষ্টিয়া

অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফোঁটাতে ‘‘শীত বস্ত্র বিতরন-২০১৭’’
শীতার্ত মানুষের সহযোগিতায় বাড়িয়ে দিই আমাদের সমবেদনার হাত।
সকলের জন্য কিছু করার সাধ আছে কিন্তু সামর্থ্য নেই। সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা যখন একত্রিত হয়, তখন একটা বড় প্রত্যয় যোগ হয়। সামান্য প্রচেষ্টায় কিছু মানুষ, তো নতুন করে বাঁচবার প্রেরণা পায় সেটাই বা কম কিসের?
এই অভিযাত্রায় আপনাকেও আমরা পাশে পেতে চাই। আপনাদের সহযোগিতা...

আমরা তুলে দেব কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলের কোন এক শীতার্ত বৃদ্ধের ভাঁজ
পড়া হাতে...
আয়োজনে :
#ভালোবাসার কুষ্টিয়া।
আমাদের সাহায্য পাঠানোর ঠিকানা :
বিকাশ পার্সোনাল : 01747-800456
রকেট : 01713-917558
ব্যাংক হিসাব নং:
ইসলামি ব্যাংক, কুষ্টিয়া শাখা
মো: মুজিবুর রহমান
9429
আহবায়ক: ফয়সাল শিকদার
সভাপতি, ভালোবাসার কুষ্টিয়া
www.facebook.com/groups/vkushtia/

No comments:

Post a Comment