আহমেদ শরীফ

চলচ্চিত্রে আগমন
বাংলা চলচ্চিত্রের এ শক্তিমান অভিনেতা কুষ্টিয়া জেলায় জন্মগ্রহন করেন।
১৯৭২ সালে ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা
চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এরপর টাইগার, রাজা নাম্বার ওয়ান, কাল নাগিণীর
প্রেম সহ শত শত সিনেমাতে অভিনয় করেছেন।
উল্লেখযোগ্য চলচ্চিত্র
- স্বরলিপি
- গাঙচিল
- জিদ্দি
- প্রেমের অহংকার
- টাইগার
- গরীবের সংসার
পুরস্কার ও সম্মাননা
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অন্যান্য পুরস্কার লাভ করেছেন।
নিমার্তা আহমেদ শরীফ
আহমেদ শরীফ ২০০১ সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম 'ক্ষণিক বসন্ত'। ২০০৩
সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করেন নাটক 'ফুল ফুটে ফুল ঝরে'।
দীর্ঘ আট বছর পর আহমেদ শরীফ আবারও একটি নাটক নির্মাণ করেছেন। নাদের খানের
প্রযোজনা ও রচনায় হাস্যরসাত্মক গল্পের এ নাটকের নাম 'মাইরের ওপর ওষুধ নাই'।
http://www.online-dhaka.com/63_708_0-inter-city-bus-dhaka.html